গরমে সাজের মতোই সাজের সামগ্রীরও আলাদা যত্ন দরকার। অনেকেই তাই এই সময়ে প্রসাধনসামগ্রী ফ্রিজে উঠিয়ে রাখেন। কিন্তু সব প্রসাধনীই যে ফ্রিজে ভালো থাকবে, তা কিন্তু নয়। চলুন সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খানের কাছ থেকে জেনে নেওয়া যাক কোন প্রসাধনী ফ্রিজে আর কোনটা বাইরে রাখলে ভালো।
কোনটা ফ্রিজে, কোনটা বাইরে
খুব গরমের সময় তেল বেশি আছে, এমন প্রসাধনী ফ্রিজে রাখতে পারেন। পানি বেশি আছে এমন প্রসাধনী ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আর পানি আর তেল দুই-ই আছে, এমন প্রসাধনী ফ্রিজে রাখা যাবে না। অন্যদিকে প্রাকৃতিক উপকরণ এবং ভিটামিন সি–সমৃদ্ধ প্রসাধনী ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। স্থানীয়ভাবে তৈরি প্রসাধনী সাধারণত সেখানকার আবহাওয়ায় সহজে নষ্ট হয় না। তবে কোনো কোনো উপকরণ অধিক উত্তাপে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এ রকম হলে অবশ্য সেটি ফ্রিজে রাখার লিখিত নির্দেশনা দেওয়াই থাকে। ফ্রিজে রাখতে পারবেন ময়েশ্চারাইজার, টোনার, শিট মাস্ক, লিপস্টিক, নেলপলিশ, সেরাম, ফেস মিস্ট। ফ্রিজে রাখা উচিত নয় আইশ্যাডো, ব্লাশঅন, লিপবাম, সুগন্ধি।