বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এফ এস জিয়াউল চোরাচালানের অভিযোগে সৌদি আরবের জেদ্দায় আটক হওয়ার পর তাকে ঢাকায় আনা হয়েছে।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিমান কর্তৃপক্ষ।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে থানায় সোপর্দ করে বিমান কর্তৃপক্ষ। এরপর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।”
কেবিন ক্রু জিয়াউল বিমানের ঢাকা-জেদ্দা ফ্লাইটে কর্মরত ছিলেন। গত রোববার মধ্যরাতে বিমানের বিজি ১৩৬ ফ্লাইটটি জেদ্দা ছাড়ার আগে জিয়াউলকে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান পণ্যসহ আটক করে সৌদি কর্তৃপক্ষ।