১৪ এজেন্ডা নিয়ে দ্বিতীয় সভায় বসছে পিটিসিপিএলসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৯:৫০

১৪টি এজেন্ডা সামনে রেখে দ্বিতীয় সভায় বসছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসিপিএলসি)। জ্বালানি তেলের পাইপলাইন পরিচালনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) গঠন করা এ যৌথ মূলধনী কোম্পানিটির দ্বিতীয় সভা শুরু হবে বুধবার (৭ জুন) বেলা ১১টায়। চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। সভায় বিপিসি চেয়ারম্যানসহ আট পরিচালক অংশ নেবেন।


জানা যায়, গ্যাসের মতো পেট্রোলিয়াম তরল জ্বালানি সঞ্চালনের কার্যক্রম তত্ত্বাবধানের জন্য পিটিসিপিএলসি গঠন করে বিপিসি। এরই মধ্যে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পেয়েছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির জন্য ইস্টার্ন রিফাইনারির মাধ্যমে জনবলও নিয়োগ দিয়েছে বিপিসি। বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান এ বি এম আজাদ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিপিসির তিন পরিচালক, সচিব এবং তিন মহাব্যবস্থাপককে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us