সন্তান মিশুক না হলে

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১০:০১

পারিসার বয়স সাড়ে চার। বাসায় মেহমান এলে সে তাঁদের সামনে যেতে ভয় পায়। তার সমবয়সী এমনকি বড় কোনো মানুষের সঙ্গে মিশতে পারে না। আত্মীয়দের কোলেও যেতে চায় না। মাহিনের বয়স ৯। সে বাইরে ঘোরাফেরা পছন্দ করে না। একটু কম কথা বলে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে অপছন্দ করে। কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেই চায় না ইত্যাদি। এখনকার অভিভাবকদের মুখে এমন কথা শোনা যায়। আপনার সন্তান যদি এমন ধরনের আচরণ করে, কারও সঙ্গে মিশতে না পারে তাহলে বুঝতে হবে সন্তান সামাজিক ভীতিজনিত কোনো সমস্যায় ভুগছে।


সামাজিক ভীতিতে যারা ভোগে
সামাজিক ভীতিতে যারা ভোগে, তারা ভাবে সবাই বোধ হয় তাকে নেতিবাচকভাবে পর্যবেক্ষণ করছে। সে কীভাবে কথা বলছে, তার কথা শুনে অন্য কেউ হাসছে কিনা, সে ভুল কিছু বলছে কিনা– এসব নিয়ে অনবরত ভাবতে থাকে। যার কারণে তার মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us