ফিফার নিষেধাজ্ঞার কারণে সাফ চ্যাম্পিয়নশিপে এমনিতে নেই শ্রীলঙ্কা। অতিথি দু’দল লেবানন আর কুয়েতকে নিয়ে এসে ভারতের বেঙ্গালুরুতে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি আসরের ইঙ্গিত মিলেছে। কিন্তু হঠাৎই নতুন করে সংকট দেখা দিয়েছে এই টুর্নামেন্টে।
ভারতে যাওয়ার জন্য পাকিস্তান ফুটবল দলের কাউকেই এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিচ্ছে না সে দেশের সরকার। যদি পাকিস্তান শেষ মুহূর্তে অংশ না নেয়, তাহলে ২১ জুন নির্ধারিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানো নিয়েও অনিশ্চয়তা থাকবে। আর এ কারণেই বৃহস্পতিবার নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছে সাফ কর্তৃপক্ষ।