এক যুগ আগে জয়পুরহাটে কিডনি বেচা-কেনার চক্রের সন্ধানে তোলপাড় উঠেছিল প্রশাসনে। পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন অনেকে, মামলাও হয়েছিল বেশ কয়েকটি।
সেই ঘটনা প্রায় চাপা পড়ে গেলেও বেআইনিভাবে অঙ্গ বিক্রি থেমে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে ধরা পড়েছে, জয়পুরহাটের কাছের জেলা নাটোরের গুরুদাসপুরে দাঁড়িয়ে গেছে তেমন একটি চক্র। দরিদ্র মানুষের ঋণ আর অভাবকে পুঁজি করে সেখানে চলছে ‘কিডনি বাণিজ্য’। সেখানে কেউ কেউ অভাবের তাড়নায় কিডনি বিক্রি করে এখন নিজেরাই অবৈধ এই অঙ্গ-বাণিজ্যের জাল বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন।
কিডনি বিক্রেতা, কিডনি গ্রহীতা, মধ্যস্থতাকারী এবং তাদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার কয়েকটি গ্রাম থেকে এক দশকে অন্তত ৫০ জন মানুষ তাদের একটি করে কিডনি বিক্রি করে দিয়েছেন। অভাবি মানুষেরা অর্থের লোভে নিজেরাই দালালদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের কিডনি বিক্রির প্রস্তাব দিচ্ছেন।