গত ২ জুন প্রকাশিত একটি খবরে বলা হয়েছিল– বেঙ্গালুরু কারাগার থেকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ হিসেবে অভিযুক্ত পলাশ ও শুক্লা অধিকারী দম্পতির ১০ মাস পর মুক্তি মিলেছে। স্থানীয় জামিনদার না পাওয়ায় জামিনের পরও তাঁদের অতিরিক্ত এক মাস কারাগারে কাটাতে হয়েছে।
একই দিনে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনের শিরোনাম ছিল– নতুন পার্লামেন্ট ভবনে অঙ্কিত ‘অখণ্ড ভারত’ ম্যুরাল নিয়ে আপত্তি জানিয়েছেন নেপালের রাজনৈতিক নেতারা। সেখানে বলা হয়, ‘অখণ্ড ভারত’ হিন্দুত্ববাদ অনুপ্রাণিত ধারণা। তাঁদের শঙ্কা, এর ফলে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপা