ভারতের আসাম ও অরুণাচল রাজ্যের সীমান্তে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন অনেকেই। আর সেখানেই গুলি চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (৫ জুন) আসামের ধেমাজি জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার রঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, স্থানীয়রা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্তে জড়ো হয়েছিলেন। সাতজন সকালেই সেখানে চলে যান। অনুষ্ঠান আয়োজনের জন্যই তারা গিয়েছিলেন। তাদের দিকে গুলি করা হয় বলে অভিযোগ উঠে। এমনকি একজনের মৃত্যুও হয়।
এদিকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে তিনজনের খোঁজ মিলছে না। তাদের খোঁজ চলছে।