কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আফজাল হোসেন

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০৯:২৯

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ৪ জুন টেলিসিনে অ্যাওয়ার্ডের ২০তম আসরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।


আফজাল হোসেন এখন আছেন কলকাতায়। সেখান থেকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। খুবই ভালো লাগছে। যেকোনো প্রাপ্তিই তো আনন্দের। তাই নিশ্চিতভাবেই এই প্রাপ্তি আমার জন্য খুব আনন্দের বিষয়। কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য—সবই আমরা দেখি, পড়ি। কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। এটা দুঃখজনক।


তবে, বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে কলকাতার দর্শক ঢাকার নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমার ধারণা, কলকাতায় কাজের ব্যাপ্তি বাড়লে ঢাকার শিল্পীদেরও ব্যস্ততা বাড়ত, কাজের ব্যাপ্তি বাড়ত। কেননা, আমাদের ভাষা এক। সংস্কৃতিওর ভীষণ মিল রয়েছে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়। সম্পর্কের উন্নয়ন হয়, এটাও ভালো লাগার বিষয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us