মাদারীপুর: মাদারীপুরের শিবচরে আলিফ নামে ১৫ মাসের এক শিশুর ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে। সোমববার (৪ জুন) দুপুরে ঘরে ঘুম পাড়িয়ে রেখে মা বাইরের গৃহস্থালির কাজ শেষে কিছুক্ষণ পরে ফিরে দেখেন শিশুটি অচেতন হয়ে আছে।
উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে তার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ওবায়দুল শরীফের একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টার দিকে শিশু আলিফকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশের বাজারে আসেন এবং গৃহস্থালির কাজ করেন মা ডলি আক্তার। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন শিশুটি অচেতন হয়ে গেছে। পরে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে এর আগেই তার মৃত্যু হয়। বিদ্যুৎ না থাকায় ঘরে মধ্যে প্রচণ্ড গরমে শিশুটি ঘুমের মধ্যে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। এসময় ঘরে অন্য কেউ ছিল না।