তীব্র গরমে ঘণ্টায় ঘণ্টা বিদ্যুতের যাওয়া আসার মধ্যে পরিস্থিতির আরও অবনতি হতে যাচ্ছে।
কয়লার অভাবে সোমবার বেলা ১২টার দিকে বন্ধ হয়ে গেছে পটুয়াখালীরর পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটিও। এর ফলে বিদ্যুতের সরবরাহ আরও কমবে ছয় শতাধিক মেগাওয়াট।
গত ২৫ মে বন্ধ হয় এই কেন্দ্রের আরও একটি ইউনিট।
কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়লা না আসা পর্যন্ত কেন্দ্র চালু করা যাবে না।”
প্রতিদিন এ কেন্দ্রের দুটি ইউনিট থেকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। কেন্দ্রটি পুরোদমে চালাতে প্রতিদিন কয়লার ১২ হাজার টন প্রয়োজন।