একদিনের মাথায় আরেকটি স্বর্ণের চালান ধরা পড়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে চালানটি জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এর আগে, রোববার (৪ জুন) অভিনব কায়দায় স্বর্ণ পাচার করতে গিয়ে শুল্ক গোয়েন্দাদের হাতে আটক হন আবদুর রহমান সজন নামে ফেনীর এক যুবক। তার লাগেজ তল্লাশি করে স্বর্ণ দিয়ে বিশেষ কায়দায় তৈরি দরজার ১২টি কবজা উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, আজ সোমবার টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগ থেকে আনুমানিক ৭৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।