শিশু কি সকল কাজের জন্য পুরস্কারের দাবিদার?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১৩:২৫

শিশুরা সকল কাজের জন্য পুরস্কারের দাবিদার নয়। ইতিবাচক ব্যবহারের জন্য ইতিবাচক পুরস্কার এবং নেতিবাচক ব্যবহারের জন্য সঠিক পরামর্শ ও প্রতিক্রিয়ার প্রয়োজন।


টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘বাচপান প্লে স্কুলস অ্যান্ড মাস্ট অ্যান্ড মোর ডায়গনস্টিক সেন্টার’য়ের প্রতিষ্ঠা অজয় গুপ্তা বলেন, “অভিভাবক হিসেবে সন্তানের ‘সেলফ ইস্টিম’ ও পরিচিতির ওপর প্রভাব রাখতে পারেন। শিশুকে পুরস্কৃত পরার পদ্ধতির তার সার্বিক বিকাশে ভূমিকা রাখে।”


সঠিক পুরস্কার দেওয়ার মাধ্যমে শিশুর ভালো অভ্যাসকে উৎসাহিত করে। এটা শিশুকে তার কাজের ভালো-মন্দ বুঝতে সহায়তা করবে। সে আরও ভালো কাজের দিকে ধাবিত হবে।


সঠিক পুরস্কার ব্যবস্থাপনা


পুরস্কার সবসময় বস্তুভিত্তিক হতে হবে এমন নয়। চিড়িয়াখানা বা সিনেমায় যাওয়ার বদলে শিশুকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, আদর করা, প্রশংসা করা ইত্যাদিকে পুরস্কার হিসেবে বেছে নেওয়া যায়। এতে শিশু খুশিও হবে।


পুরস্কার শিশুর সাথে সুসম্পর্ক স্থাপন করে


শিশু ভালো শব্দ শুনলে বা আদর পেলে অভিভাবকের সাথে বন্ধন জোরালো হয়। বাবা মায়ের কাছ থেকে পুরস্কার পাওয়া সন্তানের জন্য অনেক বড় কিছু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us