লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১২:২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 


আজ সোমবার ভোরে কালীরহাট সীমান্তের মেসেরডাঙ্গা এলাকায় ৮৫৭ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। 


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে।


নিহত ইউসুফ আলী (২৫) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহজামালের ছেলে।


জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, '১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তরে গিয়েছিলেন গরু আনার জন্য। সোমবার ভোরে ভারতের সরকারপাড়া এলাকা থেকে তারা গরু আনছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর গুলি ছোড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে আসলেও ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সোমবার সকালে বিএসএফ নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us