সেরাকণ্ঠের তৃষাকে নিয়ে ইমরানের নতুন গান

সমকাল প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১০:৩২

রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ পাবে ইমরান মাহমুদুলের নতুন গান ‘ওরে জান’। দ্বৈত এ গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এর প্রতিযোগী মারুফা তৃষা।


গানের কথা লিখেছেন ‘রঙ্গন মিউজিক’-এর কর্ণধার জামাল হোসেন। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। নেপাল ও ঢাকায় এই গানের দৃশ্যধারণ হয়েছে বলে জানা গেছে। এতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে নাজনীন নীহাকে।


গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘ওরে জান’ গানে আমার সহশিল্পী তৃষা। ২০১৭ সালে সেরাকণ্ঠ থেকে যে ক’জন শিল্পী উঠে এসেছেন, তাঁদের মধ্যে তৃষার কণ্ঠটি এককথায় অসাধারণ। তাঁর ভয়েস ইউনিক। আশা করছি, তৃষার সঙ্গে সামনে আরও অনেক কাজ হবে। তাঁর জন্য অনেক শুভকামনা। আমার  বিশ্বাস, এই গান শ্রোতা-দর্শকের অনেক ভালো লাগবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us