জাহাঙ্গীরনগরকে বৃক্ষশূন্য করার আয়োজন কেন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ০৮:০৭

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃতির আধার বলা যায়। এখানে উচ্চশিক্ষাটা শুধু শ্রেণিকক্ষেই হয় না, প্রকৃতিও যেন সেখানকার শিক্ষক। কিন্তু সবুজ ক্যাম্পাসগুলো যেন দিন দিন বিরানভূমি হতে চলেছে। যে উদ্দেশ্য নিয়ে প্রকৃতির মাঝখানে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয়, তা পুরোপুরি ব্যর্থ হতে চলেছে।


অপরিকল্পিত অবকাঠামোমূলক উন্নয়নের ফলে সেগুলো হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে ইতিমধ্যে অসংখ্য গাছ কেটে, বন–জঙ্গল সাফ করে একের পর এক ভবন নির্মাণ করা হয়েছে, আরও কিছু নির্মাণাধীন।


এর মধ্যে একটি নতুন ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে, যার জন্য পাঁচ শতাধিক গাছ কাটা হতে পারে। যে সময় গাছ কাটার বিরুদ্ধে মানুষ সরব, সেখানে এমন গাছ কাটার আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রাণবৈচিত্র্যে ভরপুর এলাকায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) জন্য নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে। সবুজে ঘেরা এলাকাটিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শালগাছ। আইবিএ নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করছে।


তাদের বক্তব্য, তাদের ৮ বিঘা জমি দেওয়া হলেও সেখানে প্রাথমিকভাবে ১৮ কাঠা জমির ওপর ভবন করা হবে। এতে ১৫০টির মতো গাছ কাটা হতে পারে। এটি খুবই দুঃখজনক যে একটি গাছও না কেটে যে অবকাঠামো নির্মাণ করা যায়, এমন চিন্তাই আমাদের মধ্যে গড়ে ওঠেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us