You have reached your daily news limit

Please log in to continue


পুষ্টিগুণে ভরপুর লিচু

বাজারে এখন গ্রীষ্মকালীন ফলের সমারোহ। এই ফলের ভিড়ে পাওয়া যাচ্ছে লিচুও। রসালো আর মিষ্টি স্বাদের এই ফলটি ছোট-বড় সবার প্রিয়। স্বাদের পাশাপাশি এই ফলটি গুণেও অনন্য। লিচুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-কমপ্লেক্স এবং ফাইটোনিউট্রিয়েন্ট ফ্ল্যাভোনয়েড রয়েছে। এই ফল খেলে যেসব উপকারিতা পাওয়া যায় তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে।

হজমে সহায়তা করে: লিচুতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হজমে সহায়তা করে।  লিচু ফাইবারের ভালো উৎস হওয়ায় এই ফল হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: লিচুতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: সাধারণত খাবার থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই উপাদান শরীরের ক্ষতিকারক ফ্রি র‌্যাডিকেল নিরপেক্ষ করতে সাহায্য করে।  লিচু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমায়, ডায়াবেটিস প্রতিরোধে করে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন