যুক্তরাষ্ট্রে পানি সরবরাহ ব্যবস্থা দূষিত করার জন্য অনেক দিন ধরে পিএফএএস নামের ক্ষতিকারক রাসায়নিককে দায়ী করা হচ্ছে। এ যৌগ উৎপাদনের সঙ্গে যুক্ত তিন প্রতিষ্ঠান ১১৮ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে এক চুক্তিতে পৌঁছেছে। খবর এপি।
ডুপান্ট ও অন্য দুটি সহযোগী কোম্পানি বলছে, ননস্টিক, পানি ও গিজ-প্রতিরোধী পণ্যের পাশাপাশি অগ্নিনির্বাপক ফোমে ব্যবহৃত হয় পিএফএএস। যার মাধ্যমে পানি ব্যবস্থা দূষিত হয়েছে। এ জন্য ক্ষতিপূরণ দিতে একটি তহবিল গঠন করবে তারা।
‘ফরএভার ক্যামিকেলস’ নামে পরিচিত এই সব রাসায়নিক প্রাকৃতিকভাবে ক্ষয় হয় না। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সঙ্গেও যুক্ত পিএফএএস। যার মধ্যে লিভারের ক্ষতি ও রোগ-প্রতিরোধ ভেঙে দেয়ার উপাদান রয়েছে। ক্যান্সারের কারণ হিসেবেও এটি পরিচিত।