গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৮টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ৮১টির।
দাম বাড়ার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম লেখালেও কিছু প্রতিষ্ঠান সপ্তাহজুড়েই বিপরীত পথে হেঁটেছে। দাম বাড়ার বদলে এসব কোম্পানির শেয়ারের দাম কমছে। এ দাম কমার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে জুট স্পিনার্স। বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬৬ টাকা ৪০ পয়সা।