রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কোনো ব্যবসায়িক ভ্রমণ বা তীর্থ যাত্রায় পূর্বাভাষ দেখা যাচ্ছে। যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভেবে থাকেন তবে সফলতার লাভের যোগ রয়েছে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজ গতি লাভ করবে। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। আপনার পেশার ওপর আধিপত্য বিস্তার হবে। সপ্তাহের শেষদিকে প্রেম সবসময়ই যে গভীরভাবপূর্ণ সেটার অভিজ্ঞতা লাভ করবেন। ফেলে রাখা কাজের পরেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে।