মুখের ক্যানসার থেকে দূরে থাকুন

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১১:২১

মুখ হলো মানবদেহের পরিপাক নালির প্রথম অংশ, যা খাদ্য এবং লালারস গ্রহণ করে। মুখ বলতে বোঝায় ঠোঁট, চোয়াল, তালু, জিহ্বা, দাঁত, মাড়ি, মুখের তলদেশ, টনসিল ও পাশের এলাকা। ক্যানসার থেকে মুক্ত নয় এই এলাকাও। মুখের ক্যানসার হওয়ার অন্যতম কারণ ধূমপান, তামাক সেবন এবং পান, চুন ও জর্দা সেবন। সাধারণত ক্যানসার দেখা দেয় তখনই, যখন কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং কাছাকাছি টিস্যুগুলোয় আক্রমণ করে বসে। শেষ পর্যন্ত রক্তপ্রবাহ বা লিম্ফ নোডগুলোর মাধ্যমে দেহের অন্যান্য অঙ্গগুলোয় ছড়িয়ে পড়ে।


আমাদের দেশে পান, চুন, জর্দা বা সাদাপাতা সেবন খুব জনপ্রিয়। এগুলোয় থাকে নিকোটিন, যা সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু এর সঙ্গে আছে কার্সিনোজেন, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। এ ধোঁয়াবিহীন তামাকের মধ্যে থাকে ২৪টি কার্সিনোজেন এবং তামাকের ধোঁয়ার মধ্যে থাকে প্রায় ৩৫টি কার্সিনোজেন। তামাকের কার্সিনোজেন হলো এক ধরনের কেমিক্যাল, যা ক্যানসার সৃষ্টি করে বা করতে চায়। ধূমপানের কারণে মুখ ছাড়াও ফুসফুস, স্বরনালি, গলনালি, পাকস্থলী, অগ্ন্যাশয়, কিডনি, ব্ল­াডার এবং জরায়ুমুখের ক্যানসার হতে পারে। মুখের ক্যানসারের অন্য কারণগুলো হলোÑ অসমান বা অমসৃণ দাঁত, যা মুখে ক্ষতের সৃষ্টি করে। মুখ নিয়মিত পরীক্ষার না করা। ভাইরাসের পুনঃপুন সংক্রমণ এবং সুষম খাবার গ্রহণ না করা। লিউকেপিকিয়া থাকা। মদ্যপান করা ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us