বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামে ক্ষেতে মুগডাল তুলছিলেন খলিল মৃধা নামের এক কৃষক। সেখানেই বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। ছেলে-স্বজনরা ছাড়াও অনেকে সেদিন ঘটনাটির প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল। তবে এক মাস পর এসে কৃষককে হত্যার অভিযোগ করেছেন ছেলে।
ভুক্তভোগী কৃষক খলিলের ছেলে ফিরোজ মৃধা গত মঙ্গলবার বাবাকে হত্যার অভিযোগ এনে বরগুনার পুলিশ সুপারের কাছে সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য পাথরঘাটা থানার ওসিকে দায়িত্ব দেয়া হয়েছে।
জমির বিরোধে এখন এ অভিযোগ করা হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও অভিযুক্তদের।
খলিল মৃধার ভাই প্রত্যাক্ষদর্শী আ. রহিম জানান, ঘটনার দিন দুপুর ১টার দিকে খলিলসহ তাঁর ছেলে ও তিনি বাড়ির কাছে খোলা মাঠে ক্ষেতে পাকা মুগডাল তুলছিলেন। এ সময় আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। তিনি ডালের বস্তা নিয়ে বাড়ির দিকে দৌড়ে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন খলিল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।