যুক্তরাষ্ট্রের ঋণসীমা বিলে কী আছে, কার লাভ কার ক্ষতি

সমকাল প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১২:৩১

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই ঋণসীমা বৃদ্ধির যে বিলটি পাস হয়ে গেল, এ নিয়ে বিশ্ব অর্থনীতির ওয়াকিবহাল মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন গত সপ্তাহে জানিয়েছেন, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য যে পর্যাপ্ত অর্থ প্রয়োজন ৫ জুনের মধ্যে তাতে সংকট দেখা দেবে।


যদি না এর আগেই বর্তমানের সরকারি ব্যয়ের ৩১ দশমিক ৫ ট্রিলিয়নের সর্বোচ্চ সীমায় পরিবর্তন না আনা হয়। এ সংকট থেকে উত্তোরণে মূলত ঋণসীমা বিল আনছে বাইডেন প্রশাসন।বিবিসি জানায়, দুই কক্ষে পাস হয়ে গেছে, এখন প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে সাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। বাইডেন এরই মধ্যে জানিয়েছেন তিনি এতে সই করবেন।বিলটির ক্ষমতাবলে আগামী এক যুগে যুক্তরাষ্ট্র সরকারের দেড় ট্রিলিয়ন অর্থাৎ দেড় হাজার বিলিয়ন ডলার বেঁচে যাবে বলে জানিয়েছে কংগ্রেসের বাজেট অফিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us