১৫০০ টাকায় ঢাকা-জয়দেবপুর ট্রেনের মাসিক টিকিট বিক্রি শুরু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ জুন ২০২৩, ২০:৫৯

ঢাকা: ঢাকা থেকে জয়দেবপুর ট্রেনে যাত্রীদের জন্য মাসিক ভিত্তিতে ১৫০০ টাকায় টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। গত মাসে এক বিজ্ঞপ্তিতে এ রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে যাত্রীদের মাসিক ভাড়া ১৫০০ টাকা নির্ধারণ করা হয়।


তবে এ টিকিটে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে দিনে দুইবার চলাচল করা যাবে। বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি জানান, মাসিক ১৫০০ টাকা মূল্যের ঢাকা-জয়দেবপুর-ঢাকা যাতায়াতের জন্য ট্রেনের টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে। প্রতি মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত এ টিকিট কাটা যাবে।


টিকিট নিতে ১ম মাসে এনআইডি/ জন্ম নিবন্ধন, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং ঢাকা স্টেশনমাস্টার বরাবর লিখিত আবেদন করে ২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ টিকিট নিতে হবে। কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ১৩ নং কাউন্টার থেকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ টিকিট সংগ্রহ করা যাবে। জয়দেবপুর স্টেশন থেকেও মাসিক টিকিট পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us