বাল্য বিবাহ ও সামাজিক সংকট

www.manobkantha.com.bd বিলকিস ঝর্ণা প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৫:৪৪

বাল্য বিবাহ মাথাচাড়া দিয়ে উঠেছে। আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় আইনকে  কোনো রকম তোয়াক্কা না করে চলছে বাল্য বিবাহ। মূলত করোনার পরে মানুষের অর্থনৈতিক সংকট বেড়েছে সংকটাপন্ন হারে। যেটা সামাজিক অভিশাপ হয়ে উঠেছে। করোনাকালের পরে বাল্য বিবাহ বাড়ার প্রধান কারন স্কুল বন্ধ হয়ে যাওয়া, ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে যাওয়া।  এসময় দেশে মোট ১৪ হাজার ১১১টি প্রাথমিক বিদ্যালয় কমেছিল।  আর এক বছরের ব্যবধানে প্রাথমিকে মোট শিক্ষার্থী কমেছে সাড়ে ১৪ লাখের বেশি। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরে আট লাখের বেশি শিশু শিক্ষার্থী কমেছে। করোনার অর্থনীতির কারণে ঝরে যাওয়া ১৪ লাখের বেশি শিক্ষার্থীর অনেকে পরিবকারের আর্থিক যোগান দিতে কারখানায় ঢুকেছে একই সঙ্গে বাল্যবিবাহ বড়েছে বিপজ্জনক হারে। এর কারণে বেড়েছে দরিদ্রতা, বেড়েছে বাল্য বিবাহ। বাল্য বিবাহে কারণের মূল জায়গাটা দরিদ্রতা। সেটা করোনার আগে ছিলো। করোনার পরে তীব্রতর হয়েছে।


বর্তমান বাল্য বিবাহ রোধে বিশ্লেষণ মূলক পর্যালোচনা অতি জরুরি বলে মনে করছি। এবং এই অবস্থা থেকে উত্তরণ হওয়া আবশ্যক। নয়তো সমাজ ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে পশ্চাতের দিকে। কেননা অপূর্ণ বয়সে বিয়ের কারণে প্রথমত কিশোর কিশোরীরা মানব জাতির জন্য অতি প্রয়োজনীয় একাডেমিক  শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অবশ্যম্ভাবী জীবিকার জন্য কাজের সন্ধান করছে। বাড়ছে অল্প বয়সী, স্বল্প ও অশিক্ষিত বেকারত্ব। অশিক্ষার প্রভাব পড়ছে এই শ্রেণির মানুষের  যাবতীয় জীবনে। এবং এটা বলাবাহুল্য যে, এর প্রভাব। পড়ছে বৃহত্তর সমাজে। বিবাহ পরবর্তী  অল্প বয়সেই বছর ঘুরতে না ঘুরতে সন্তানের জন্ম দিচ্ছে । বৃদ্ধি পাচ্ছে  নিম্ন আয়ের জনসংখ্যা। এবং প্রাপ্ত  বয়স্ক না হওয়ার কারণে ছেলেমেয়ে বা স্বামী -স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের কারনে এক দু’বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অহরহ। এমনসব জটিল সমস্যা থেকে উত্তরণের জন্য তৈরি হয়েছে ‘বাল্য বিবাহ নিরোধক আইন ২০১৭’। কিন্তু তার ফলাফল আশাব্যঞ্জক নয় মোটেই। বিশ্বের প্রতিটি দেশেই আইন প্রনয়ণ এবং প্রয়োগ দুটোই ফলপ্রসূ হবার সম্ভাবনা সেই দেশের আর্থ সামাজিক পরিস্থিতি আর নৈতিকতার ওপর।  আইন মানুষের হাত ধরে চলে। তার একলা চলবার সামর্থ্য নেই। মানুষের নিমিত্তে তৈরি অনেক আইনের মত বাল্য বিবাহ নিরোধক আইন তাই পাশ কাটিয়ে বেড়ে চলছে নৈতিক অবক্ষয়, বিবাহ বিচ্ছেদ। ঝরে পড়ছে শিক্ষার্থী। বাড়ছে বড় অংশে স্বল্প শিক্ষিত বেকার। মানসিক বিপর্যয়ে বিপুল সংখ্যক তলিয়ে যাচ্ছে নেশাদ্রব্যের সেবন এবং কেনাবেচায়। বাল্য বিয়ের পরিস্থিতির ম্যাক্সিমাম শিকার নিম্ন এবং নিম্ন মধ্য আয়ের স্বল্প শিক্ষিত মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us