ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় নয় মাস ধরে কারাগারে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। প্রায় একই সময়ে গত বছরের সেপ্টেম্বরে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সুজন চন্দ্র পাল নামের আরেক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।
একই আইনে ওই মাসেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের করা মামলায় সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গত বছর প্রথম আলোয় ‘শিশু-কিশোরেরাও মামলা থেকে রেহাই পাচ্ছে না’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির দিকে যদি নজর দিই, তাহলে দেখা যায়, ১২টি জেলায় ১৩ থেকে ১৭ বছরের প্রায় ২০ জন শিশু-কিশোরের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়েছে।