বারাণসীর জ্ঞানবাপী মসজিদ কমিটির করা আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। মসজিদ চত্বরে শৃঙ্গার গৌরীসহ অন্যান্য দেবদেবীর বিগ্রহে পুজোপাঠের অনুমতি দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
বুধবার ৩১ মে এনডিটিভি জানায়, বুধবার মুসলিমদের পক্ষে মামলাকারী অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এর আগে জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দুদের পূজার আবেদন জানান পাঁচ হিন্দু নারী। বারাণসী আদালতে করা সেই আবেদনকে চ্যালেঞ্জ জানায় মসজিদ কমিটি। পরে আদালত মসজিদ কমিটির সেই আবেদন খারিজ করে দেয়। পরে আদলতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিটি। আজ সেই আবেদনও খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
উল্লেখ্য, লক্ষ্মী দেবী, রেখা পাঠক, সীতা সাহু এবং মঞ্জু ব্যাস ২০২১ সালের অগাস্ট মাসে জ্ঞানবাপীর ওজুখানা ও তহখানা নামে পরিচিত অংশটিতে এবং মসজিদের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে সেখানে পূজার্চনার অনুমতি চেয়ে মামলা করেছিলেন। ওই মামলার প্রেক্ষিতে হিন্দু পক্ষের প্রাপ্ত নমুনাগুলোর কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়।