লিওনেল মেসি পিএসজি ছাড়লে তাঁর সম্ভাব্য গন্তব্য কোথায় হতে পারে, এ নিয়ে কানাঘুষার মধ্যে যে কয়টি ক্লাবের নাম এসেছে, তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। মেসিকে দলে টানার আর্থিক সঙ্গতি এই ক্লাবের আছে। এরই মধ্যে মেসিকে তারা প্রস্তাবও দিয়েছে। মেসি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানা না গেলেও বার্সেলোনা নাকি মেসিকে পেতে মায়ামির সাহায্য চাচ্ছে।
মেসিকে নিয়ে নানামুখী খবর এখন দলবদলের বাজারে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, মেসিকে দলে নিতে বার্সেলোনা আসলে ইন্টার মায়ামির সঙ্গে একটা কনসোর্টিয়ামে যেতে চাচ্ছে। বার্সেলোনার ইচ্ছা হলো, মেসিকে ইন্টার মায়ামি ফ্রি এজেন্ট হিসেবে সই করাবে ঠিকই, কিন্তু তারা তাঁকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে ধারে। বার্সেলোনা মূলত মেসিকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সীমিত সামর্থ্যের কারণেই এমনটা করতে চাচ্ছে।