You have reached your daily news limit

Please log in to continue


বীমার শেয়ার দর ও লেনদেন কমেছে

টানা দ্বিতীয় দিনে কমেছে বীমা খাতের শেয়ার দর ও লেনদেন। মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে দরপতনের শীর্ষ ১০ শেয়ারের মধ্যে আটটি ছিল এ খাতের। এর আগে বেশ কয়েক দিন বাড়ে এ খাতের শেয়ার দর ও লেনদেন। এ ছাড়া সোমবার মিউচুয়াল ফান্ড খাতে হঠাৎ দর ও লেনদেন বেড়েছিল। গতকাল এগুলোরও দাম ও লেনদেন কমেছে।

তবে সার্বিক হিসাবে ডিএসইতে দর হারানো শেয়ার সংখ্যার তুলনায় দর বৃদ্ধি পাওয়া শেয়ার কিছুটা বেশি ছিল। ৯৩ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ৮৬টির দর কমেছে। অপরিবর্তিত থেকেছে ১৯৫টির দর। ক্রেতার অভাবে ১৮ শেয়ার ও ফান্ডের লেনদেন হয়নি।

লাফার্জ-হোলসিম, ইউনিক হোটেলসহ কয়েকটি বড় মূলধনি কোম্পানির শেয়ারসহ তুলনামূলক বেশি সংখ্যক শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬৩৪৫ পয়েন্টে উঠেছে। ক্লোজিং পয়েন্টের হিসাবে গত ১০ নভেম্বরের পর এটাই সূচকের সর্বোচ্চ অবস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন