গত ১৭-২৮ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী (পার্মানেন্ট) ফোরামের ২২তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ওই অধিবেশন শেষে যেসব প্রতিবেদন ও সুপারিশ গ্রহণ করা হয়েছে, সেখানে আমাদের পাবর্ত্য চট্টগ্রামের বিষয়ও অন্তর্ভুক্ত। অধিবেশনে জাতিসংঘের পার্মানেন্ট ফোরামের পক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে জোরালো প্রচেষ্টা চালানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতিকেও স্বাগত জানানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি পার্মানেন্ট ফোরামের আহ্বানে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে এগিয়ে আসবে?