বাংলাদেশে এ সপ্তাহের সবচেয়ে আলোচিত খবর ছিল বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আমেরিকার নতুন ভিসা নীতি। নির্বাচন বা গণতন্ত্রে বাধা যে দিবে তাকে এবং তার পরিবারের কাউকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। যে নীতি তারা এর আগে গ্রহন করেছে নাইজেরিয়া, সোমালিয়া বা উগান্ডার মত আফ্রিকার দেশগুলিতে। আমেরিকায় জো বাইডেন অর্থাৎ ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বে গণতন্ত্র, মানবাধিকার এমন সব বিষয় নিয়ে অনেক সোচ্চার হয়ে উঠেছে দেশটি। কিন্তু এমন নীতি বা নিষেধাজ্ঞা আসলে কতটা কার্যকর? যেসব দেশে এমন ভিসা নীতি বা রেস্ট্রিকশন দেয়া হয়েছে সেসব দেশে এর কতটা প্রভাব ছিল? অর্চি অতন্দ্রিলার প্রতিবেদন।