আইফোন কারখানায় আরও কর্মী চায় অ্যাপল, বোনাসের ঘোষণা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৬:৩৯

নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে আর এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন অভিনব প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক কোম্পানি ফক্সকন।


ফক্সকন বলছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানার নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তারা তিন হাজার ইউয়ান (চারশ ২৪ ডলার) পর্যন্ত বোনাস পেতে পারেন।


কোম্পানি আরও যোগ করে, বিদ্যমান কর্মীরা নিজের কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে সফলভাবে নিয়োগ করাতে পারলে তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন।


আইফোন ১৫ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে।


এদিকে, নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান (৭০ ডলার) বোনাস পাবেন। তবে, এর জন্য ওই নিয়োগকৃত ব্যক্তির কোম্পানিতে এক মাস কাজের শর্ত উইচ্যাটের পোস্টে উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us