প্রাথমিক শিক্ষায় চলছে চরম অব্যবস্থাপনা। শুধু শিশুদের ভর্তিই করা হচ্ছে, কিন্তু শিক্ষা নিশ্চিতের কোনো উদ্যোগ নেই। প্রাথমিকের এই অরাজকতা বন্ধে কোনো কর্মসূচিও নেওয়া হয়নি। এমন উন্নাসিকতা শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সমাজের বিভিন্ন সেক্টরে দৃশ্যমান। কেন এমন হচ্ছে, সেই চিন্তা এবং সমস্যা সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অসম্ভব দায়িত্বহীনতা এবং দীনতা গ্রাস করছে চারদিক।
কোনো জবাবদিহি না থাকার কারণে, স্বেচ্ছাচারিতার চরম পর্যায়ে চলে যাচ্ছে বিভিন্ন শুভ উদ্যোগ। অথচ এমনটি হওয়ার কথা ছিল না। দেশ রূপান্তরে গতকাল প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যাচ্ছে, প্রায় শতভাগ শিশু ভর্তির আওতায় এসেছে অনেক আগে। এরপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের কাজ অনেকটাই আটকে আছে। খোদ সরকারি সংস্থার গবেষণায় উঠে এসেছে প্রাথমিকে চরম দুরবস্থার কথা। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, কাক্সিক্ষত মানের চেয়ে শিশুরা অনেক পিছিয়ে। কিছু শিক্ষক এবং মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্ব-উদ্যোগে কাজ করার চেষ্টা করলেও কথায় কথায় তাদের ওপর নেমে আসছে শাস্তির খড়্গ। মানের উন্নয়ন না হলেও ঠিকই অধিদপ্তরে বসে ছড়ি ঘোরাচ্ছেন কর্মকর্তারা। নানা অব্যবস্থাপনায় এগোচ্ছে না প্রাথমিক শিক্ষা।