১৪ বছর পর আজ আবাহনী-মোহামেডান ফাইনাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১১:৪৭

বসুন্ধরা কিংসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অন্যদের টিকে থাকাই দায়। সেখানে সেই বসুন্ধরা কিংস নেই ফেডারেশন কাপের ফাইনালে। দীর্ঘদিন পর মানুষ ভুলে যাওয়া একটি লড়াইয়ের গন্ধ পেতে যাচ্ছে আজ। দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী এবং মোহামেডানের মধ্যেকার ফাইনাল। ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আজ দুই দল।


ঐতিহ্যের লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। ঢাকার ক্লাব ফুটবলে সবচেয়ে ঐতিহ্যবাহী দুটি ক্লাব আবাহনী এবং মোহামেডান। একসময় এই দুই ক্লাবের নামেই গর্জে উঠতো স্টেডিয়ামের গ্যালারি। সেই সুদিন এখন নেই। মাঠের লড়াইয়েও জোযন জোযন ব্যবধান। আবাহনী যতটা এগিয়ে, মোহামেডান ততটা পিছিয়ে।


কুমিল্লার ধর্মসাগর পাড়ে শহীদ ধিরেন্দ্রনাথ স্টেডিয়ামে বিকাল সোয়া তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে তবুও যে লড়াইয়ের উত্তাপ থাকবে তা বলাই বাহুল্য। কারণ, সাবেক ফুটবলার আলফাজ আহমেদের অধীনে এবারের মোহামেডানকে একটু ভিন্ন চেহারারই মনে হচ্ছে। আবাহনীর কোচ মারিও লেমোস আত্মবিশ্বাসী হলেও মোহামেডানের সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা হলেও উদ্বিগ্ন থাকবেন, সন্দেহ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us