মেমোরিয়াল ডে’র ছুটির সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।
মঙ্গলবার (৩০ মে) এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটটি রাজ্যের সমুদ্র সৈকত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোটর শো-তে এসব বন্দুক সহিংসতা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ ৬০ বছর বয়সী বৃদ্ধও ছিলেন।
এনবিসি বলছে, বন্দুক সহিংসতার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটি যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হয়েছে। সোমবার (২৯) সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, দুটি গ্রুপের মধ্যে সহিংসতা দেখা যায়। সহিংসতায় আহত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল।