রিসেপ তায়েপ এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আবারও পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর মেয়াদ পূর্ণ করতে পারলে একটানা ২৬ বছর ক্ষমতায় থাকবেন। অর্থাৎ একুশ শতকে তুর্কি ইতিহাসের প্রায় পুরোটাতে থাকছেন তিনি। আশ্চর্যের বিষয় হলো, তুরস্কের অধিকাংশ মানুষ দেশটির অর্থনৈতিক দুরবস্থা, ব্যাপক মূল্যস্ফীতি সত্ত্বেও এরদোয়ানকে নির্বাচিত করেছে। তাই এরদোয়ান কীভাবে নির্বাচনে জয়লাভ করলেন; এবং আরও গুরুত্বপূর্ণ– দেশটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করা দরকার।
তুরস্কের নির্বাচনটি অবাধ হয়েছে এই অর্থে যে, রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিতে এবং তারা স্বাধীনভাবে প্রচারণা চালাতে পেরেছে। প্রতিটি ভোটকেন্দ্রে রাজনৈতিক দলগুলো এজেন্ট দিয়েছে এবং ভোটাররাও স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে।