রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক জামাতা ও নেদারল্যান্ডসের নাগরিক-ব্যবসায়ী জোরিৎ ফ্যাসেনের মালিকানাধীন একটি ভূখণ্ড জব্দ করেছে নেদারল্যান্ডসের সরকার। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম প্রোয়েক্ত মিডিয়া এবং আন্তর্জাতিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ফলো দ্য মানির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
রাজধানী আমস্টার্ডাম ৪ মাইল দূরের গ্রাম ডুইভেনড্রেশট গ্রামে অবস্থিত সেই ভূখণ্ডটির পরিমাণ কত— তা উল্লেখ করেনি গার্ডিয়ান। তবে প্রতিবেদনে বলা হয়েছে, গুরতর আর্থিক প্রতারণা ও পরিবেশের জন্য ক্ষতিকর অপরাধমূলক তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে নেদারল্যান্ডসের আদালতে মামলা চলছে জোরিতের বিরুদ্ধে। দেশটির পাকলিক প্রসিকিউটর দপ্তর সেই মামলায় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে গত ১২ মে জব্দ করেছে সেই জমি।