পুতিনের সাবেক জামাতার জমি জব্দ করল নেদারল্যান্ডস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৭:৩৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক জামাতা ও নেদারল্যান্ডসের নাগরিক-ব্যবসায়ী জোরিৎ ফ্যাসেনের মালিকানাধীন একটি ভূখণ্ড জব্দ করেছে নেদারল্যান্ডসের সরকার। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম প্রোয়েক্ত মিডিয়া এবং আন্তর্জাতিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ফলো দ্য মানির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।


রাজধানী আমস্টার্ডাম ৪ মাইল দূরের গ্রাম ডুইভেনড্রেশট গ্রামে অবস্থিত সেই ভূখণ্ডটির পরিমাণ কত— তা উল্লেখ করেনি গার্ডিয়ান। তবে প্রতিবেদনে বলা হয়েছে, গুরতর আর্থিক প্রতারণা ও পরিবেশের জন্য ক্ষতিকর অপরাধমূলক তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে নেদারল্যান্ডসের আদালতে মামলা চলছে জোরিতের বিরুদ্ধে। দেশটির পাকলিক প্রসিকিউটর দপ্তর সেই মামলায় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে গত ১২ মে জব্দ করেছে সেই জমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us