টানা তৃতীয়বারের মতো ভোটে জিতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) নেতা রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার তুরস্কজুড়ে তার এই জয় উদযাপন করছেন দলের কর্মী-সমর্থকরা।
দেশটির নির্বাচন কমিশনের মতে, রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার রান-অফে ৯৯ দশমিক ৪৩ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে তুরস্কের ক্ষমতাসীন এই প্রেসিডেন্ট ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ লাখেরও বেশি।