পড়াশোনার দুই কৌশল

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১৭:০৭

পড়াশোনার সংজ্ঞা কী, জানতে চাইলে অনেকেই ঘাবড়ে যাবে। খানিক পর কেউ বলবে, পড়াশোনা মানে বই পড়া আর পড়ে নতুন কিছু শেখা। শুনতে সহজ। তবে এ সহজ কাজেরও আছে কিছু কৌশল। জনপ্রিয় দুটি কৌশল হলো—এসকিউথ্রিআর এবং ফাইনম্যান টেকনিক। 


এসকিউথ্রিআর
‘এস’ ও ‘কিউ’ দিয়ে হয় সার্ভে ও কোয়েশ্চেন। তিনটা ‘আর’ দিয়ে হয়—রিড, রিসাইট, রিভিউ। 


সার্ভে: এর বাংলা জরিপ। তবে পড়াশোনার ক্ষেত্রে জরিপটা চালাতে হবে বইয়ের অধ্যায়ের ওপর। নতুন কোনো অধ্যায় শুরুর আগে গোটা অধ্যায়ে চোখ বোলানোই হলো জরিপ। আর এ ক্ষেত্রে শুরুতেই তোমাকে অধ্যায়ের প্রতিটি শিরোনাম, উপ-শিরোনামগুলো টুকে নিতে হবে। মাথায় ঢুকিয়ে নিতে হবে অধ্যায়টা কিসের ওপর এবং তাতে কী কী ছবি আছে।


কোয়েশ্চেন: এবার প্রশ্ন খোঁজার পালা। তবে যেকোনো অধ্যায় পড়ার আগে কিছু প্রশ্নের উত্তর আলাদা করে জেনে নিতেই হবে—অধ্যায়টা কিসের ওপর? এ অধ্যায় থেকে কী কী শেখার আছে? এ অধ্যায় সম্পর্কে আমি আগে থেকে কী কী জানি? নতুন করে কী জানতে হবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us