বিশেষজ্ঞ ডাক্তাররা গম্ভীরমুখে রোগীর অবস্থা নিয়ে যখন আলোচনা করতে থাকেন, রোগীর স্বজনরা সেসবের কিছুই না বুঝলেও একটা বিষয় বুঝতে চান, রোগী বাঁচবে তো? তেমনি বাজেট নিয়ে গুরুগম্ভীর নানা আলোচনা না বুঝলেও সাধারণ মানুষ বুঝতে চান জিনিসপত্রের দাম আরও বাড়বে কি? মাছ-মাংসের দাম বাড়ছে, তেল, চিনির দাম বাড়তি, বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির আলোচনা চলছে, পেঁয়াজের দাম তিনচার গুণ আর মৌসুমেও চালের দাম তেমন না কমায় সাধারণ মানুষের সংসারের বাজেটে যখন টানাটানি তখন আলোচনায় আসছে জাতীয় বাজেট। এবারের বাজেট ঘোষিত হবে সম্ভবত ১ জুন ২০২৩।
যদিও এর পোশাকি নাম বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন বাস্তবে সাধারণ মানুষের কছে তা বাজেট নামেই পরিচিত। বাংলাদেশে এ বছর এমন এক সময়ে বাজেট ঘোষণা হচ্ছে, যখন দেশে চরম মূল্যস্ফীতি এবং আর্থিক সংকট চলছে, সেই সঙ্গে বছর শেষে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন।