নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তাদের মেয়াদে যত নির্বাচন হবে, তার সবগুলোই গাজীপুরের মত ‘একই মানের’ করার চেষ্টা থাকবে।
বর্তমান কমিশনের সময়ে কোনো নির্বাচন নিয়ে ভোটার বা কোনো পক্ষ থেকে প্রশ্ন ওঠেনি দাবি করে তিনি বলেছেন, তাদের দায়িত্ব হল সবার জন্য সমান সুযোগ তৈরি করা; সেটা তারা করে যাচ্ছেন।
সরকারের পক্ষ থেকে কোনো ‘চাপ নেই’ এবং স্বাধীনভাবে কাজ করছেন বলেও দাবি করেছেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, যারা সমালোচনা করার, তারা তা করেই যাবেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কশিমনার আলমগীর।
তিনি বলেন, “শুধু গাজীপুর কেন, আমাদের সময়ে যত নির্বাচন হবে, সবগুলো একই মানের করার চেষ্টা করব।
“আমরা সবসময় বলেছি যে, নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমাদের কাজ হল যেসব রাজনৈতিক দল নির্বাচনে আসবে, তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া। যেটা আমাদের পক্ষ থেকে দিতে হবে এবং সবার জন্য সমান মাঠ রাখব। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আমরা করব।”
কাজী রকিবউদ্দিন এবং পরে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন দুটি নির্বাচন কমিশনের আয়োজন করা বিভিন্ন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল।