বাংলাদেশের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেরাই নিজেদের পর্যবেক্ষণে রাখবেন। কেউ যদি অনিয়ম করে তা আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রয়াস থাকতে হবে।” শনিবার (২৭ মে) বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিআইসি বলেন, “কেন্দ্রে প্রিজাইডিং অফিসার থাকবেন, কোনো সমস্যা অনুভব করলে, তার কাছে আপনার পোলিং এজেন্ট অভিযোগ করবেন। প্রিজাইডিং অফিসার যদি দায়িত্ব অবহেলা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।”
তিনি বলেন, “আপনাদেরও (প্রার্থীরা) ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের দিন সবাইকে জাগ্রত থাকতে হবে। শুধুমাত্র আমাদের চেষ্টায় নির্বাচন ভালোভাবে হবে, তা আমি বলছি না। সমভাবে, আপনাদের মধ্যেও সেই চেষ্টা থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর একক চেষ্টায় এটা হবে না। এর জন্য সমন্বিত প্রয়াস থাকতে হবে।”