ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তবে এই ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের টস হয়েছিল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। খেলা শুরু হতে লেগেছিল আরো ৩০ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের ফাইনালেও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৬৮ শতাংশ। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।