চোখের পেছনে ব্যথা ও তীব্র মাথাব্যথার সমস্যায় হয়তো অনেকেই ভোগেন। তবে সাধারণ সমস্যা ভেবে বেশিরভাগ মানুষই এসব লক্ষণ এড়িয়ে যান। তবে প্রায়ই যদি এমনটি ঘটে তাহলে কিন্তু সতর্ক হতে হবে। কারণ চোখের পেছনে ব্যথা গুরুতর স্বাস্থ্য সমস্যার সংকেত দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই অবস্থা ক্লাস্টার মাথাব্যথার লক্ষণ হতে পারে। টেনশন হেডেক, সাইনাস হেডেক, মাইগ্রেন, হাইপারটেনশন হেডেক ও ক্লাস্টার হেডেকসহ বিভিন্ন ধরনের মাথাব্যথায় ভোগেন অনেকেই।
এ বিষয়ে ভারতের পাতিয়ালার মনিপাল হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সতবন্ত সিং সচদেভা জানান, বিভিন্ন ধরনের মাথাব্যথার মধ্যে ক্লাস্টার মাথাব্যথা অত্যন্ত বেদনাদায়ক।
এই ধরনের মাথাব্যথা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, হঠাৎ করেই এক চোখের চারপাশে বা পেছন থেকে তীব্র ব্যথার সৃষ্টি হয়। যা যন্ত্রণাদায়কও হতে পারে। এই ব্যথা অনেকটা ধারালোর মতো।
ক্লাস্টার মাথাব্যথা ঘন ঘন হতে পারে ও গুরুতর ক্ষেত্রে কয়েক মাস এমনকি বছর ধরেও চলতে পারে। যা একজন ব্যক্তির জীবনযাত্রার মানকে মারাত্মকভাবে প্রভাবিত করে।