ইরানের জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।
ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।