পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে নারী ও শিশুসহ যাযাবর গোষ্ঠীর কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। দলটি ছাগলের পাল নিয়ে শাউন্টার পাসের পাহাড়ী এলাকা অতিক্রম করার সময় এই বিপর্যয়ের মুখোমুখি হয়। খবর বিবিসি।
গতকাল শনিবার (২৭ মে) ভোরে ঘটনাটি ঘটে। পাসের এ অংশ গিলগিট বাল্টিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সঙ্গে সেতু হিসেবে কাজ করে।
সিনিয়র পুলিশ অফিসার জিয়ারাত আলী বলেছেন, নিহতদের মধ্যে চার নারী ও চার বছরের একটি ছেলে শিশু রয়েছে।
দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকারী দলকে ওই এলাকায় পৌঁছাতে বাধা পেতে হয়েছে।