কান চলচ্চিত্র উৎসবে দেখানো মানেই ভালো সিনেমা নয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার মতে, কানে একটি ছবি সাড়া ফেললেও সেটির বাণিজ্যিক সাফল্যের বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। নিজের ছবির উদাহরণ টেনে তিনি বলেন, ২০১২ সালে আমার ছবি ‘মিস লাভলি’ কানে সমালোচকদের বাহবা পেয়েছিল, কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সুবিধা করতে পারেনিে।
এ অভিনেতা আরও বলেন, যত ছবি কানে দেখানো হয়, সবগুলোই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া ছবি নয়। কেউ চাইলে এ উৎসবে প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে নিজেদের লোকজনকে ছবি দেখাতে পারেন। তারপর বলতেই পারেন, তাদের ছবি কান উৎসবে দেখানো হয়েছে।