মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনে এতদিন কার্যক্রম চলেছে ১৯ শয্যার। সেই ভবনেই এখন চলছে ৫০ শয্যার সেবা। এতে রোগীদের বারান্দায়ও সেবা নিতে হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সবার। এ ছাড়া জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা।জানা