৩০০ মিটারে খানাখন্দ, দুর্ভোগ নিয়ে চলাচল

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১৯:০৫

কোথাও পিচঢালাই আছে, কোথাও নেই। বৃষ্টিতে পানি-কাদায় একাকার সড়ক। দিন দিন এসব খানাখন্দ গাড়ির চাকার চাপে ভাঙতে ভাঙতে বড় হচ্ছে। তাতে প্রতিনিয়তই উল্টে পড়ছে যানবাহন। আহত হচ্ছে যাত্রীরা। কাদাপানি ছিটে কাপড় নষ্ট হচ্ছে। এর মধ্যেই দুর্ভোগ নিয়ে চলাচল করছে মানুষ।


এ চিত্র নেত্রকোনা-আটপাড়া সড়কের ইসলামপুর মোড় থেকে স্বাবলম্বী হাসপাতাল পর্যন্ত। স্থানীয় লোকজন সড়কটি সংস্কারে বারবার দাবি জানালেও তা হচ্ছে না। এ সড়ক পৌরসভা এলাকার মধ্যে পড়লেও তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের অধীন। তিন বছরের বেশি সময় ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না।


ইসলামপুর এলাকার বাসিন্দা শাহপরান মিয়া বলেন, ‘সড়কটি এখন আমাদের এলাকার দুঃখে পরিণত হয়েছে। গর্ত থাকায় শহরের কোনো রিকশা বা অটো সহজে আসতে চায় না। কোনো মালামাল আনা–নেওয়া করা সম্ভব হয় না। জুতা পায়ে হেঁটেও যাওয়া যায় না। কাদা ছিটে জামাকাপড় নষ্ট হয়ে যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us