‘লোকে আর বলতে পারবে না আমি শুধুই পর্নস্টার’

সমকাল প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৪:৩৯

বলিউডে এক দশক পার করে ফেলেছেন সানি লিওন। সিনেমায় উষ্ণতা ছড়িয়ে টেনেছেন দর্শক। ‘বেবি ডল’-এর শরীরী ঢেউয়ে ব্যুদ করে রেখেছেন দর্শকদের। কিন্তু এক সময় পর্ণ ছবির দুনিয়া কাঁপানো সানিকে অভিনেত্রী হিসাবে গ্রহণ করেনি বলিউডের ভেতরের মানুষজনেরা। সিনেমায় কেবল গ্ল্যামার বাড়ানোর সানীর কাজ, এমনটিই ধারণায় রেখেছেন।  


পর্ন ছবির দুনিয়া ছেড়ে মূল ধারার ছবিতে জায়গা করে নেওয়া সহজ ছিল না সানীর।  সেই কঠিন পথ পাড়ি দেওয়া  সানি অভিনীত ‘কেনেডি’ ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভ্যাল এটি। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। এই ছবিতে সানীর দেখা মিলেছে ‘নেভার সিন বিফোর’ অবতারে। তার চরিত্রের নাম চার্লি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us